ঔষধের নাম ও ব্যবহার
1.Paracetamol ( প্যারাসিটামল)
ঔষুধের ব্যবহার: জ্বর, সাধারন ব্যাথার চিকিৎসায় , মাথা ব্যাথা, হালকা আঘাত জনিত ব্যাথায় এটি ব্যবহার করা হয়।
2. Chlopheniramine maleate ( হিস্টামিন)
ঔষুধের ব্যবহার: নাকের প্রদাহ, সর্দি,চোখের প্রদাহ,ঠান্ডা,কাশি।
3.Salbutamol (সালবিটামল)
ঔষুধের ব্যবহার: হাপানি,শ্বাসনালীর সংকোচন
4. Hysomide (হাইসোমাইড)
ঔষুধের ব্যবহার: পাকস্থলী ও অন্ত্রের সংকোচন কমিয়ে ব্যাথা নিবারণের জন্য
5. Metronidazole ( মেট্রোনিডাজল)
ঔষুধের ব্যবহার: এ্যামিবিয়াসিস, ব্যাকটেরিয়া জনিত পদাহ, তীব্র মাড়ির আলসার,দাতের তীব্র সংক্রমন
6. Vitamin B complex ( বি-কমপ্লেক্স)
ঔষুধের ব্যবহার: মুখে ঘা, বেরি বেরি, স্নায়ু প্রদাহ, বি ভিটামিনের অভাব।
7. Antacid (এন্টাসিড) aluminium hydroxide + magnesium hydroxide.
ঔষুধের ব্যবহার: পাকস্থলী ঘা, গ্যাসের জন্য, বুক জ্বালাপোড়া।
8. Diazepam ( ডায়াজিপাম)
ঔষুধের ব্যবহার: দুশ্চিন্তা, উদ্বেগ, খিটখিটে মেজাজ, মৃগী রোগ, বিষন্নতা, ঘুমের সমস্যা।
9. Ranitidine ( রেনিটিডিন)
ঔষুধের ব্যবহার: পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, অপারেশন পরবর্তীতে আলসার।
10. Ibuprofen ( আইব্রুপ্রোফেন)
ঔষুধের ব্যবহার: (কোমর, পেশি, অস্থি,বাত) এর ব্যথার চিকিৎসায়, মোচর, টানপড়া, মৃদু ধরনের ব্যথা।
0 Comments